ঊনবিংশ শতাব্দীতে ভারতীয় সমাজ যখন অন্ধকার ও কুসংস্কারের আচ্ছন্ন ছিল , তখন সেই কুসংস্কারাচ্ছন্ন সমাজকে কলঙ্কমুক্ত করার জন্য যারা অগ্রনি ভূমিকা পালন করে ছিলেন বিদ্যাসাগর তাদের মধ্যে অন্যতম পথিকৃৎ চিন্তাবিদ ছিলেন। বিধবাবিবাহ, বাল্য বিবাহ, স্ত্রী শিক্ষার প্রসারে তাঁর অবদান উল্লেখযোগ্য । রবীন্দ্রনাথ ঠাকুর তাঁকে "সিংহ মানুষ" বলে অভিহিত করেছিলেন। তিনি 1855 সালে প্রথম বর্ণপরিচয়ের সূচনা করেছিলেন। 1857-1858 সালে তিনি দক্ষিণবঙ্গে প্রায় ত্রিশটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। বেথুন কলেজিয়েট স্কুল থেকে শুরু করে বর্তমানে কলকাতায় বেথুন কলেজ প্রতিষ্ঠা পর্যন্ত তাঁর সমস্ত অবদান। 1891 সালে তিনি কোহাবাইটেশন আইন প্রবর্তন করেন। তিনি সমাজের দরিদ্র মানুষের জন্য হোমিওপ্যাথির চিকিত্সা করতেন। তবে এত কিছুর পরেও তাঁর সমালোচনা হয়েছিল। তবে সমসাময়িক সময় এবং বয়সের দাবির পরিপ্রেক্ষিতে তিনি ছিলেন নবজাগরণের পথিকৃৎ।
(Vidyasagar was one of the pioneering thinkers in the nineteenth century when Indian society was in a state of evil and superstition. His contribution to the spread of widowhood, child marriage, aristocracy and wife education is significant. Rabindranath Tagore called him a "lion man". He introduced the first caste in 1855. 1857-1856 She established about thirty girls' schools in South Bengal. All his contributions ranged from Bethune Collegiate School to the establishment of Bethune College in present day Calcutta. In 1891 he introduced the Cohabitation Act. He used to treat homeopathy for the poor people of the society. But even after so much, he was criticized. But he was a pioneer of the Renaissance in terms of the demands of contemporary time and age. )
কীওয়ার্ড (Keywords): বিদ্যাসাগর, ভারতীয় সমাজ, অগ্রণী চিন্তাবিদ, সিংহ মানুষ, হোমিওপ্যাথি, সমসাময়িক সময় ইত্যাদি (Vidyasagar, Indian society, pioneering thinkers, lion man, homeopathy, contemporary time etc).